রাঙ্গামাটি আসার পথ:
ঢাকা বিমান বন্দর হতে বাংলাদেশ বিমান, জি এম জি, ইউনাইটেড এয়ার সহ আরও অনেক অপারেটর ফ্লাইট মাধ্যমে চট্টগ্রাম হয়ে সড়ক পথে পাহাড়িকা চেয়ার কোচ বা বিআরটিসি বাস যোগে অথবা সরাসরি সি এন জি যোগে কাটালতলী মসজিদের সামনে নামতে হবে ।
সড়কপথে:
গ্রীন লাইন, সাউদিয়া এস আলম, হানিফ এন্টারপ্রাইজসহ অনেক এসি / নন এসি বাস যাতায়াত করে থাকে। আরামবাগ, সায়েদাবাদ হতে রাঙ্গামাটি বাস পাওয়া যায়। এছাড়া কক্সবাজার হতে চট্টগ্রাম হয়ে এবং বান্দরবান ও খাগড়াছড়ি হতে সরাসরি বাস যোগে আসার ব্যবস্থা রয়েছে।
জেলা কর্মকর্তা, রাঙ্গামাটি - 02333371446
মোবাইল - 01824-768141
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস